শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত
জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত
মুগ্ধর ভাই স্নিগ্ধ যোগ দিলেন বিএনপিতে
মুগ্ধর ভাই স্নিগ্ধ যোগ দিলেন বিএনপিতে
জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন
জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন

মুগ্ধর ভাই স্নিগ্ধ যোগ দিলেন বিএনপিতে

জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত

নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে আশরাফুল বললেন, ‘মানসিকভাবে চাঙা করাই প্রথম লক্ষ্য’

বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

এমপিওভুক্ত হচ্ছে ১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা

বিএনপির প্রার্থী তালিকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

বিএনপির প্রার্থী তালিকায় ফজলুর রহমান, লড়বেন যে আসনে

যশোর-৬: ধানের শীষে লড়বেন ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ

১০

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নেই রুহুল কবির রিজভীর নাম

১১

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, এক আসনে তারেক রহমান

১২

২৩৭টি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা

১৩

চার মন্ত্রণালয়ে নতুন সচিব, প্রজ্ঞাপন জারি

১৪

রাজশাহীর পদ্মাপাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি পেল বাপেক্স

১৫

মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির

১৬

গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সুপারিশ জানাতে অন্তর্বর্তী সরকার এক সপ্তাহ সময় দিল

১৭

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে নিহত ৭, আহত ১৫০

১৮

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

১৯

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বৈঠকে উপদেষ্টা পরিষদ

২০
জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত
জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত
ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশে আগমন আপাতত অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, একটি ধর্মীয় প্রতিষ্ঠান জাকির নায়েককে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল। তাঁর ঢাকার বাইরেও কয়েকটি স্থানে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে এ নিয়ে গত কয়েকদিন ধরেই প্রশাসন ও বিভিন্ন মহলে আলোচনা চলছিল। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে। কিন্তু বর্তমানে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সব সংস্থাই নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। ফলে এ মুহূর্তে এমন বড় জনসমাবেশ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর তাঁর সফর পুনর্বিবেচনা করা যেতে পারে। তবে নির্বাচনের আগে তাঁর দেশে আসার অনুমতি দেওয়া হবে না। উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে উগ্রবাদে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনে ভারত সরকার। পরবর্তীতে তিনি দেশ ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন। বর্তমানে তিনি পুত্রজায়া শহরে স্থায়ীভাবে বসবাস করছেন, যেখানে মালয়েশিয়া সরকার তাঁকে আবাসিক অনুমতি দিয়েছে।
মুগ্ধর ভাই স্নিগ্ধ যোগ দিলেন বিএনপিতে
মুগ্ধর ভাই স্নিগ্ধ যোগ দিলেন বিএনপিতে
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটির প্রাথমিক সদস্যপদ নেন। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
রাজশাহীর পদ্মাপাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি পেল বাপেক্স
রাজশাহীর পদ্মাপাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি পেল বাপেক্স
লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব
লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব
চলন্ত সিএনজিতে চালকের সঙ্গে ছিনতাইকারীর লড়াই, ভিডিও ভাইরাল
চলন্ত সিএনজিতে চালকের সঙ্গে ছিনতাইকারীর লড়াই, ভিডিও ভাইরাল
আমার এলাকার সংবাদ
অনুসন্ধান
জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন
জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন দেশের অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই পদ ছাড়তে যাচ্ছেন তিনি। বিসিবির সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকা সত্ত্বেও মাত্র এক বছরের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। ক্রিকেট সংবাদভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের বর্তমান ভূমিকায় অসন্তুষ্ট হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ক্রিকবাজকে সংক্ষিপ্ত বক্তব্যে সালাহউদ্দিন কেবল ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি’ বলে নিশ্চিত করেছেন, তবে এর চেয়ে বেশি কিছু জানাতে চাননি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পদত্যাগপত্রে সালাহউদ্দিন লিখেছেন, এখন আর নিজের ভূমিকায় কাজ করে তিনি আনন্দ পাচ্ছেন না। সালাহউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময়ে যখন বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী ৬ নভেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে। এই সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ নভেম্বর, আর শেষ ম্যাচ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে আশরাফুল বললেন, ‘মানসিকভাবে চাঙা করাই প্রথম লক্ষ্য’

কক্সবাজারে জাতীয় লিগের ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন মোহাম্মদ আশরাফুল। বরিশাল দলের কোচ হিসেবে মাঠে-মাঠে দৌড়ঝাঁপ করছেন তিনি। এমন সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে হঠাৎ সাংবাদিকদের কাছ থেকে খবর পেলেন— বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে তাকেই নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খবর শুনে কিছু সময় যেন বিশ্বাসই করতে পারেননি সাবেক এই অধিনায়ক। মুঠোফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তার কণ্ঠে ধরা পড়ল আনন্দ ও আবেগের মিশ্র সুর— ‘আমি তো জানতামই না! অন্য কোনো দেশে হলে খেলা ছাড়ার পর হয়তো এমন সুযোগ পাওয়া যেত, কিন্তু আমাদের দেশে এমনটা সচরাচর হয় না। তাই এত দ্রুত জাতীয় দলের কোচিং প্যানেলে ডাক পাবো, তা ভাবিনি।’ আশরাফুল বলেন, ‘সত্যি বলতে কী, আমি কখনো ভাবিনি এখনই জাতীয় দলের ব্যাটিং কোচ হবো। ধারণা ছিল, হয়তো বয়সভিত্তিক কোনো দলে কাজ করার সুযোগ মিলবে। কিন্তু সরাসরি জাতীয় দলের দায়িত্ব— এটা আমার কল্পনাতেও ছিল না। আপনাদের কাছ থেকেই প্রথম জানলাম।’ খবরটি জানার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার জীবনের অন্যতম স্বপ্ন ছিল জাতীয় দলের সঙ্গে কাজ করা। আমার খেলোয়াড়ি জীবনে যা শিখেছি, সেটি আগামী প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছি সব সময়। আল্লাহর অশেষ কৃপায় সে সুযোগ এসে গেল। সত্যিই খুব ভালো লাগছে।’ জাতীয় দলের ব্যাটিং নিয়ে যখন চারদিকে সমালোচনা, তখনই দায়িত্ব পাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজে বেশিরভাগ ব্যাটারই ছন্দে ছিলেন না। সামনে ১১ নভেম্বর সিলেটে শুরু হচ্ছে আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট, ১৮ নভেম্বর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও রয়েছে। এত অল্প সময়ে দলের ব্যাটিং বিভাগে কী পরিবর্তন আনার চেষ্টা করবেন— জানতে চাইলে আশরাফুল বলেন, ‘আমার একটা বড় সুবিধা হলো— এখনকার অনেক খেলোয়াড়ের সঙ্গেই আমি খেলেছি। তাদের ব্যাটিং কৌশল, মানসিকতা সবই আমার পরিচিত। জানি কে কোথায় সংগ্রাম করছে, কে কখন ভালো করে। প্রথম কাজ হবে ক্রিকেটারদের সঙ্গে বসা, তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করা। এখনই টেকনিক্যাল বিষয় নয়, বরং মানসিকভাবে তাদের চাঙা করার চেষ্টা করবো।’ বিদেশি কোচদের সঙ্গে কাজ করা নিয়ে কোনো জটিলতা হবে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘একদমই না। বিপিএল ও গ্লোবাল টি–টোয়েন্টি লিগে আমি একাধিক বিদেশি কোচের সঙ্গে কাজ করেছি। কখনো কোনো অসুবিধা হয়নি। বরং সেসব অভিজ্ঞতাই এখন কাজে লাগবে। আমি আত্মবিশ্বাসী— নিজের মতো করেই ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারবো।’
জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে আশরাফুল বললেন, ‘মানসিকভাবে চাঙা করাই প্রথম লক্ষ্য’

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হিসেবে তাঁকে মনোনীত করে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দিয়েছে এনএসসি। রুবাবা দৌলার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল। আজকের বিসিবি বোর্ড সভায় অংশ নেবেন তিনি। এর আগে এনএসসির মনোনয়ন পেয়ে বিসিবির পরিচালক হন ইশফাক আহমেদ। তবে তিনি আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বিতর্ক তৈরি হয় এবং পরবর্তীতে এনএসসি তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেয়। সেই পদে রুবাবাকে নিয়োগ দেওয়া হয়েছে। রুবাবা দৌলা এর আগে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। করপোরেট দুনিয়ায়ও তিনি পরিচিত মুখ। গ্রামীণফোনে টানা ১১ বছর প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বেই তখন গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল। ব্যক্তিগত জীবনে রুবাবা শিল্পী কামরুল হাসানের ভাগনি এবং নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ভাতিজি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে স্টকহোম স্কুল অব ইকোনমিক্স ও লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে নারীর নেতৃত্ব বিকাশ ও করপোরেট খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ সম্মাননা লাভ করেন।
বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

আইসিইউতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোটে গুরুতরভাবে আহত হয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আইয়ার। চোটের কারণে তাকে সিডনির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আইয়ার শারীরিকভাবে স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, স্ক্যান করার পর শ্রেয়াস আইয়ারের প্লীহায় চিড় ধরা পড়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে। দলের এক চিকিৎসক সিডনিতেই থেকে প্রতিদিন আইয়ারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। ঘটনাটি ঘটে গত শনিবার সিডনিতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে। ম্যাচের প্রথম ইনিংসে অ্যালেক্স ক্যারির একটি ক্যাচ নিতে দৌড় দেন আইয়ার। ক্যাচটি নিলেও সঙ্গে সঙ্গে পাঁজরের কাছে ব্যথা অনুভব করেন তিনি। পরে দলের মেডিকেল স্টাফের সহযোগিতায় মাঠ ছাড়েন এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। চোটের কারণে তিনি আর ম্যাচে ফিরতে পারেননি। সেই ম্যাচে জয় পেলেও ভারত শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় ওয়ানডে সিরিজে। এখনও নিশ্চিত নয়, কবে মাঠে ফিরতে পারবেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। বিসিসিআই জানিয়েছে, তার সুস্থতা নিয়ে আপাতত দীর্ঘ সময় লাগতে পারে। ওয়ানডে দলের বাকি ক্রিকেটাররা দেশে ফিরলেও আইয়ারের দেখভালের জন্য দলের এক চিকিৎসক সিডনিতে রয়েছেন। এদিকে ভারতের টি-টোয়েন্টি দল ইতোমধ্যেই ক্যানবেরায় পৌঁছেছে, যেখানে মঙ্গলবার থেকে শুরু হবে তাদের অনুশীলন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বুধবার। এই দলে নেই শ্রেয়াস আইয়ার। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যা শুরু হবে আগামী ৩০ নভেম্বর রাঁচিতে। তবে সেই সিরিজে আইয়ারের খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত।
আইসিইউতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার

৯৫০ গোলের ইতিহাস গড়লেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে এক মহাতারকার নাম। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর হাল না ছাড়ার বড় উদাহরণ তিনি। নতুন ইতিহাস গড়েছেন এই পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সৌদি প্রো লিগে আল হাজমকে ২–০ গোলে হারিয়েছে রোনালদোর দল আল নাসর। আর এই ম্যাচেই নিজের ৯৫০তম গোলটি করলেন তিনি। ম্যাচের ৮৮তম মিনিটে বল জালে পাঠিয়ে দলের লিড দ্বিগুণ করেন রোনালদো। এটি ছিল চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তার ষষ্ঠ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম গোল। এর আগে ২৫ মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত হেডে এগিয়ে যায় আল নাসর। পর্তুগালের এই তরুণ ফরোয়ার্ডের গোলের পর দেশের অধিনায়ক রোনালদো নিশ্চিত করেন তিন পয়েন্ট, আল নাসরের টানা ষষ্ঠ জয় এনে দিয়ে। এই গোলের মাধ্যমে রোনালদো সৌদি লিগে নিজের মোট গোলসংখ্যা দাঁড় করালেন ৮০-এ, আর আল নাসরের জার্সিতে তার গোলসংখ্যা এখন ১০৬। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো দারুণ ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন। রোনালদো এই কীর্তি গড়েছেন একদিন পরেই, যখন লিওনেল মেসি ভেঙেছিলেন তার আরেকটি রেকর্ড। ইন্টার মিয়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে মেসির জোড়া গোলে (৩-১ ব্যবধানে জয়) তার ক্যারিয়ারের গোলসংখ্যা পৌঁছেছে ৮৯১-এ। ৩৮ বছর ১২২ দিন বয়সে এই সংখ্যায় পৌঁছে সবচেয়ে কম বয়সে ৮৯০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। রোনালদোর এই সংখ্যায় পৌঁছাতে লেগেছিল ৩৯ বছর ৮৯ দিনে। পরিসংখ্যান বলছে, মেসি ১,১৩১ ম্যাচে তার গোলগুলো করেছেন। আর রোনালদো খেলেছেন ১,২২০ ম্যাচে। সম্প্রতি মেসি ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন, আর রোনালদো সৌদি আরবে ২০২৭ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কদিন আগেই রোনালদো বলেছিলেন, ১০০০ গোল না করে তিনি থামবেন না। সেই লক্ষ্যে এখন আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। হাজার গোল করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ৫০ গোল।
৯৫০ গোলের ইতিহাস গড়লেন রোনালদো

জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

ফুটবল ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিক লিওনেল মেসি, তবে হেড দিয়ে গোল করার সংখ্যা তার তুলনামূলক কম। তবু নিজের প্রিয় গোল হিসেবে বার্সেলোনার জার্সিতে করা একটি হেডের কথাই একবার উল্লেখ করেছিলেন তিনি। সেই দৃশ্য যেন ফের জীবন্ত হলো ইন্টার মায়ামির হয়ে উড়ন্ত হেডে গোল করে আবারও তাক লাগালেন আর্জেন্টাইন তারকা। তার জোড়া গোলে ন্যাশভিলে এসসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।  মাত্র একদিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন মেসি। এর আগে এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয় নিশ্চিত করেন তিনি। প্লে-অফের এই ম্যাচের আগে লিগ কমিশনার ডন গারবার তার হাতে পুরস্কারটি তুলে দেন। এরপর মাঠে নেমে উড়ন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন, পরে করেন আরেকটি গোলও। ১৯ মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে শূন্যে ভেসে হেডে গোল করেন মেসি, যা মায়ামিকে এগিয়ে দেয় ১–০ ব্যবধানে। বিরতির পর ৬২ মিনিটে তাদেও আলেন্দের হেডে ব্যবধান দ্বিগুণ হয়। যোগ করা সময়ের ৯৬ মিনিটে আবারও গোলের দেখা পান মেসি, গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলটি আলতো স্পর্শে জালে পাঠান তিনি। এর কিছুক্ষণ পর হানি মুখতার ন্যাশভিলের হয়ে ব্যবধান কমান, তবে জয়ে প্রভাব ফেলতে পারেননি। চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মায়ামি বল দখলে ছিল ৫৩ শতাংশ সময়, তারা মোট ১২টি শট নেয় যার ছয়টি ছিল লক্ষ্যে। অপরদিকে ন্যাশভিলে ছয়টি শটের মধ্যে তিনটি অন টার্গেটে রাখতে সক্ষম হয়। এই জয় দিয়ে ‘বেস্ট অব থ্রি’ ফরম্যাটের প্লে-অফে প্রথম রাউন্ডে এগিয়ে গেল হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি। মাত্র এক সপ্তাহ আগে লিগ পর্বের শেষ ম্যাচেও ন্যাশভিলেকে ৫–২ গোলে হারিয়েছিল তারা, যেখানে হ্যাটট্রিক করেছিলেন মেসি।
জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

অ্যাথলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিল আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে টানা তৃতীয় জয়ের মুখ দেখল ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করে গানাররা। ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়লেও গোলের দেখা মেলেনি। বল দখল, পাস একুরেসি ও আক্রমণ সব দিক থেকেই আধিপত্য দেখালেও প্রথম ৪৫ মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেনি আর্সেনাল। ২৫তম মিনিটে অ্যাথলেটিকো আক্রমণে গেলে আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার ভুলে গোলের সুযোগ তৈরি হয়েছিল, তবে সেটি নষ্ট করে ফেলে অতিথিরা। অপরদিকে ৩৬তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির শট জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যাথলেটিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। সেই সুযোগের পরই বদলে যায় ম্যাচের রূপ। শুরু হয় আর্সেনালের বিধ্বংসী ১৩ মিনিট। ৫৭তম মিনিটে ডেকলান রাইসের ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস। সাত মিনিট পর, ৬৪তম মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। এরপরই আলোচনার কেন্দ্রে চলে আসেন সুইডিশ ফরোয়ার্ড ভিক্তর ইয়োকেরেস, যিনি চলতি মৌসুমে দলে যোগ দিয়েছেন। মাত্র তিন মিনিটের ব্যবধানে (৬৭ ও ৭০ মিনিটে) দুটি দুর্দান্ত গোল করে স্কোরলাইন ৪-০ করেন তিনি। শেষ দিকে অ্যাথলেটিকো চেষ্টা করলেও ব্যবধান কমাতে ব্যর্থ হয়। বল দখলে (৬৫%) ও শট অন টার্গেটে (৯ বনাম ২) আর্সেনাল ছিল স্পষ্টভাবে এগিয়ে। এই জয়ে তারা চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। গোল পার্থক্যে তাদের চেয়ে এগিয়ে আছে আগের আসরের দুই ফাইনালিস্ট পিএসজি ও ইন্টার মিলান।
অ্যাথলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিল আর্সেনাল
এমপিওভুক্ত হচ্ছে ১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা
এমপিওভুক্ত হচ্ছে ১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশে এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা। সোমবার (৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্র। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস. এম. মাসুদুল হক জানান, “স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে স্বাক্ষর হয়েছে বলে শুনেছি। ফাইল আমাদের কাছে আসার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।” অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ফাইলে কিছু শর্ত যুক্ত করে এই অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রজ্ঞাপন জারি করার কার্যক্রম প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে এবং দেশের ফেরার পর ৭ নভেম্বর এটি কার্যকর হতে পারে।
আগামী বছরের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
আগামী বছরের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, “দেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ভোটের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকবে। তাই তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই পক্ষই এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।” তিনি আরও বলেন, “আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা বা লক্ষণ নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝিও হয়নি।” এনিসিপির জুলাই সনদে সই না করা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, “দলটির সঙ্গে আলোচনা চলছে। এখন দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না।” ড. জাকির নায়েককে বাংলাদেশে আনার প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, “জাকির নায়েককে দেশে আনতে আগ্রহী কয়েকজন আমার সঙ্গে দেখা করেছিলেন। তবে এটি ধর্ম মন্ত্রণালয়ের বিষয় নয়—এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। বিদেশি অতিথি সংক্রান্ত বিষয় এই দুই মন্ত্রণালয়ই দেখভাল করে। এখানে আমার ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের জায়গা নেই।” বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।